জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- গত রবিবার উদয়পুরের জনৈক চিকিৎসকের বিরুদ্ধে যে অবৈধভাবে গভপাত -ভ্রুণ হত্যার অভিযোগ উঠেছিল তার পরিপেক্ষিতে আজ ফের অবৈধভাবে গভপাত -ভ্রুণ হত্যাকারী গুণধর অবসরপ্রাপ্ত চিকিৎসকের চেম্বারে ফের তল্লাশি চালানো রাধা কিশোর পুর থানার পুলিশ কর্মীরা অবসরপ্রাপ্ত চিকিৎসক বিষ্ণু দের চেম্বারে গিয়ে বেশ কিছু বেআইনি ইনজেকশন উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ । এই অভিযানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক এবং রাধা কিশোর পুর থানার ওসি সহ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে রবিবার দুপুরে ভ্রুণ হত্যাকারী চিকিৎসকের চেম্বারে হানা দেয়.. তবে ওই চিকিৎসক এখনো অধরা এখন দেখার বিষয় কবে নাগাত গ্রেফতার করতে সক্ষম হইয় রাধা কিশোর পুর থানার পুলিশ কর্মীরা।
রাজ্য
ভ্রুণ হত্যাকারী চিকিৎসকের চেম্বারে পুলিশি হানা, চিকিৎসক পলাতক
- by janatar kalam
- 2020-08-09
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this