জনতার কলম,ত্রিপুরা,বিশালগড় প্রতিনিধি :- ত্রিপুরা প্রদেশ বিজিপি বাণিজ্য বিভাগের কনভেনার হিসেবে নিযুক্ত হলেন ব্রজ গোপাল দেবনাথ তিনি বিশালগড় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হিসাবে আছেন l রাজ্য প্রদেশ বিজেপির এক বার্তায় উনার কাছে পাঠিয়েছেন l উনি প্রদেশ বিজিবি বাণিজ্য বিভাগের কনভেনার হিসেবে নিযুক্ত হওয়ায় বিশালগড় আমবাগান নিজ বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিয়ে আসেন সিপাহী জলা জেলা যুব মোর্চার সভাপতি নবাদল বণিক এ ছাড়া সহ-সভাপতি রাজেশ সাহা l ওনাকে মিষ্টিমুখ করান l ব্রজগোপাল দেবনাথ রাজ্য প্রদেশে বাণিজ্য বিভাগের কনভেনার নিযুক্ত হওয়ায় সংবাদমাধ্যমের বলেন সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়েই তিনি কাজ করবেন
janatar kalam Blog রাজ্য বাণিজ্য বিভাগের কনভেনার হিসেবে নিযুক্ত হওয়ায় সম্বর্ধনা জ্ঞাপন বিশালগড় যুবমোর্চার
Leave feedback about this