জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- নারী নির্যাতন এবং নারীর উপর অত্যাচার যেন কোনোভাবেই কমছে না রাজ্যে স্ত্রী কে আগুনে পুড়িয়ে হত্যার করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনা, গোমতী জেলার উদয়পুর রাধাকিশোরপুর থানা ধীন মাতাবাড়ি কাশীরাম কলোনি এলাকায়। মৃত গৃহবধূর নাম সুমিত্রা ধৃষি দাস। ঘটনায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় উদয়পুর মহাকুমায়। অভিযোগের আঙুল স্বামী কমল ধৃষি দাসের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী কমল ধৃষি দাসের কঠোর শাস্তির দাবি জানান মৃতার বাপের বাড়ির লোকজনরা এবং পাড়া-প্রতিবেশীরা ও।
ঘটনার বিবরণে জানা যায়, স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে হত্যা করে বলে অভিযোগ। এরপর প্রত্যক্ষদর্শীরা চিৎকার চেঁচামেচি শুনে দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌছে অগ্নিদগ্ধা গৃহবধূ কে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়াই কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে জিবি হাসপাতালে রেফার করলে পরবর্তী সময়ে মৃত্যু হয় অগ্নিদগ্ধ গৃহবধূর। অভিযুক্ত কমল ঝৃষি দাস। মৃত গৃহবধূর দুই ছেলে আছে এবং পুনরায় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলো বলে জানা যায়। এদিকে এই ঘটনায় অভিযুক্ত কমল ঝৃষি দাস এর নামে থানায় মামলা করবেন বলে মৃতার বাপের বাড়ির লোকজন জানান। থানায় মামলা এখবর শুনে অভিযুক্ত কমল ঋষি দাস পালিয়ে যায় পরবর্তী সময়ে গর্জি থানার ওসি শান্তুনু দেববর্মা গোপন সংবাদের ভিত্তিতে শান্তির বাজার থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
রাজ্য
স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগে আটক স্বামী।
- by janatar kalam
- 2020-08-08
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this