জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা স্বামী। ঘটনা রাজধানীর কাটাশলা এলাকায়। জানা গেছে দৈনিক সামান্য উপার্জনকারী অভিজিৎ বর্ধন, বাবা নবদ্দীপ বর্ধন চার বছর আগে তাদের সামাজিক বিয়ে হয় রয়েছে একটি মেয়ে সন্তানও। কিন্তু স্ত্রীর চাহিদা মেটাতে না পারায় স্বামীর উপর প্রায় সময়ই অত্যাচার এবং মারধোর করতো বলেই জানান অভিজিতের মা। কয়েকদিন আগে স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি চলে যায় তার ছোট্ট মেয়েকে নিয়ে। গত কাল রাত্রে কোন একটা সময় প্রসেনজিৎ ফাঁসিতে আত্মহত্যা করে বলে জানায় পরিবারের লোকজন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজ্য
স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করল স্বামী
- by janatar kalam
- 2020-08-08
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this