2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে মাস্ক ও সেনিটাইজার বিতরণ

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- মহামারী করোনাভাইরাস আতঙ্কের ফলে সারাদেশে লকডাউন ঘোষণা দিয়েছিল দেশের প্রধানমন্ত্রী। এই মহামারী পরিস্থিতিতে আমাদের রাজ্যে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত ত্রান বিলি থেকে শুরু করে সুরক্ষা সামগ্রী প্রদান করার মত কর্মসূচি গুলি গুরুত্বপূর্নভাবে পালন করে গিয়েছে। আজ রাজ্যের সাংবাদিকদের সুরক্ষার কথা মাথায় রেখে মাথায় রেখে সাংবাদিকদের মাঝে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করা হয়, কেননা এই মহামারী পরিস্থিতিতেও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সাংবাদিকরা নিজ দায়িত্বে রয়েছেন বলে অভিমত ব্যক্ত করলেন যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস। তাছাড়া আগামীকাল যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিধানসভা ভিত্তিক বিভিন্ন কেন্দ্রে যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের রোজগার প্রদানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানান যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service