2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কলার গাড়ি থেকে গাজা উদ্ধার করে আমবাসা থানার পুলিশ

জনতার কলম, ত্রিপুরা,আমবাসা,প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক আশিস দাস গুপ্তের নেতৃত্বে শুক্রবার আমবাসা নাইলাহাবাড়ি বেত বাগানস্থিত জাতীয় সড়কে একটি গাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করল পুলিশ। As 25 DC 5023 নম্বরের একটি কলা বুঝাই লরিতে তল্লাশি চালিয়ে এ গাঁজা গুলি উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে প্রায় ৬৫ প্যাকেট গাজা উদ্ধার করা হয় এ গাড়ি থেকে। জানা যায় গাড়িটি আগরতলা থেকে ধর্মনগর এর উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক তেমন সময় গাড়ি থেকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে পাওয়া যায় বিপুল পরিমাণে গাজা। এক সাক্ষাৎকারে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাস গুপ্ত জানান সন্দেহমূলক ভাবে গাড়িটিতে তল্লাশি চালিয়ে এই গাঁজাগুলো উদ্ধার করা হয়, সাথে আটক করা হয় দুইজন পাচারকারীকে। তাদের আমবাসা থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ চালানো হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service