পারিবাহিক কলহের জেরে আবার ও এক গৃহবধূ নির্যাতনের শিকার। ঘটনা কাশিপুর এলাকায়। নির্যাতিতা মহিলার বাবার বাড়ি চন্দ্রপুরে। বর্তমানে মহিলাটি জিবি হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনার খবর পেয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী মহিলাটির খবর নিতে ছুটে যান জিবি হাসপাতালে । ঘটনার সূত্রে জানা যায় নির্যাতিত মহিলাটির ৯ মাস আগে বিয়ে হয় রাজধানীর কাশিপুর এলাকার আব্দুল কাহিম ভূঁইয়ার ছেলে আব্দুল আহমেদ ভূঁইয়ার সাথে। বিয়ের পর থেকেই নানা ছুটোখাটো ব্যাপার নিয়েই স্বামী আব্দুল আহমেদ ভূঁইয়া , শ্বশুর আব্দুল কাহিম ভূঁইয়াও ননাস রেহেনা বেগম মিলে মহিলাটিকে মারধর করত বলে জানান নির্যাতিতা মহিলাটি। এদিন জিবি হাসপাতালে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী মহিলাটির সঙ্গে কথা বলে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানান তিনি।
janatar kalam Blog রাজ্য আবার ও এক গৃহবধূ নির্যাতনের শিকার ।ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী
Leave feedback about this