জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ-মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে সারাদেশের সাথে রাজ্যের অবস্থা ও আতঙ্কিত এই মহামারী থেকে রক্ষার্থে রাজ্য সরকার এবং প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনগণের উদ্দেশ্যে কিছু নির্দেশিকা জারি করেছে। জনগণকে রক্ষা করার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ঘরে ঘরে পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় প্রাণ বন্টন এর মাধ্যমে গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে রাজ্য সরকারের অনেক বিধায়ক বিধায়িকারা। তারই অঙ্গ হিসেবে আজ পুরাতন আগরতলা উপ-স্বাস্থ্যকেন্দ্রে এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর উপস্থিতিতে এলাকার গরিব মানুষদের মধ্যে মশারি বিতরণ করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী জানান জনগণের সুবিধার্থে সরকার কাজ করে চলছে এবং রাজার কাছ থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্র চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার স্বাস্থ্য কর্মী এবং প্রধান উপপ্রধান সহ সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীলও।
janatar kalam Blog রাজ্য পুরাতন আগরতলা এলাকার গরিব মানুষদের মাঝে বিধায়ক রতন চক্রবর্তীর হাত দিয়ে মশারি বিতরণ
Leave feedback about this