জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের ১১৩ তম জন্মবার্ষিকী। রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে। এদিনের কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে শচীন্দ্রলাল সিংহের কর্মপন্থা তুলে ধরেন এবং জাতি ও উপজাতিদের মধ্যে ঐক্য স্থাপনে শচীন্দ্রলাল সিংয়ের কর্মপন্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে জানান তিনি। তাছাড়া আজকের দিনে এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে যে জাতিগত ভেদাভেদের সুড়সুড়ি দেওয়া হচ্ছে তা দেখে আজ শচীন্দ্রলাল সিংয়ের জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে উনার কর্ম পন্থা জনগণকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
রাজ্য
রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের 113 তম জন্মবার্ষিকী
- by janatar kalam
- 2020-08-07
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this