2024-12-19
agartala,tripura
রাজ্য

প্রয়োজনীয় জিনিস বাদে অন্য আইটেম বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খুলা থাকবে

জনতার কলম, ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি :- ৩ আগস্ট আনলক- ১ এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে কোন্টাইনমেন্ট জোনের বাইরে ১/৩ দোকানপত খোলা যাবে। সেটা কার্যকর হবে ৪ আগস্ট ভোর ৫ তা থেকে ১১ আগস্ট ভোর ৫ তা অব্দি। এবং কোন্টাইনমেন্ট জোনের লোকডাউন থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করার পরে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১১ নং অনুচ্ছেদে থাকা বিষয়বস্তুগুলির ১/৩ অংশ আংশিক ছাড় এবং সংশোধন করে প্রয়োজনীয় উপাদান এবং প্রয়োজনীয় জিনিস বাদে অন্য আইটেম বিক্রয় করার অনুমতি দেবে। যে বাজারগুলি নির্দিষ্ট দিনে খোলা থাকবে সেগুলি বাজার কমিটিগুলি সিদ্ধান্ত নেবে। অন্যান্য অংসে আগের নিয়ম বরাদ্দ থাকবে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service