2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সরকারী সুযোগ সুবিধা পেতে ক্ষুদ্র ব্যবসায়ী দের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর পুর পরিষদ এলাকার 436 জন বিভিন্ন পেশার হকার তথা ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান করা প্রক্রিয়া শুরু হয়েছে ।বৃহস্পতিবার উদয়পুর পুর পরিষদে নিজ কক্ষে পুর এলাকার বেশ কয়েকজন হকার তথা ক্ষুদ্র ব্যবসায়ী দের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী, কাউন্সিলর রঞ্জিৎ দাস। বাদ বাকী সকল হকারদের পুর পরিষদ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করার আহ্বান জানান পুরপিতা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরপিতা শীতল চন্দ্র মজুমদার বলেন রেজিস্ট্রেশন করার ফলে এরা সকলে পুর পরিষদের সাথে অন্তর্ভুক্ত হলো। আগামী দিনে সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহনে এদের এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনেকটাই কাজে লাগবে বলে এদিন পুরপিতা জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service