জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা,আগরতলাঃ- গোপন খবরের ভিত্তিতে খবর পেয়ে লরি বোঝায় নেশা সামগ্রী আটক করতে সক্ষম হয় রাজ্যের পুলিশ। ঘটনা পশ্চিম চাম্পামুড়া এলাকায়। জানা যায় আসাম থেকে রাজ্যে নেশার সামগ্রী নিয়ে আসা আর জে ০৯ জিসি ২৬৮১ নম্বরের একটি গাড়িকে আটক করে বোধজং নগর থানার পুলিশ এবং গাড়ির চালক ও সহ চালক শামসের সিং ও সতবির সিং কে আটক করে থানায় নিয়ে আসে বোধজং নগর থানার পুলিশ। পরবর্তী সময় গাড়িটি থেকে উদ্ধার হওয়া প্রচুর নেশা সামগ্রী ফেন্সিসহ গাড়িটিকে সিস্ করে থানায় নিয়ে আসে বলে জানান বোধজং নগর থানার এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার।
Leave feedback about this