2024-12-15
agartala,tripura
রাজ্য

করোনার থাবা থানায়, আতঙ্কে অ্যান্টিজেন টেস্টে পুলিশ বাবুরা

জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- সোমবার তেলিয়ামুড়া থানার পুলিশের এক সাব ইন্সপেক্টর করোনা পোজেটিভ হওয়ায়, আজ তথা মঙ্গলবার তেলিয়ামুড়া থানার সমস্ত পুলিশ কর্মীদের অ্যান্টিজেন টেস্ট করানো হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । জানা যায়, সোমবার তেলিয়ামুড়া থানার পুলিশের এক সাব ইন্সপেক্টর-র পোজেটিভ হওয়ার খবরে গোটা থানা চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । তবে উল্লেখ্য, গতকাল রাতেই তেলিয়ামুড়ার পুরো থানা এলাকা স্যানিটাইজ করানো হয় । সেই মোতাবেক আজ তেলিয়ামুড়া থানার ওসি সহ সমস্ত কর্মীদের করোনা টেস্ট করানো হয় । তবে এখনও পর্যন্ত রিপোর্ট জানা যায়নি ।তবে পুলিশের এক সাব ইন্সপেক্টরের করোনা পোজেটিভ-র খবর ছড়িয়ে পরতেই গোটা শহর জুরে গুঞ্জন চলছে ।।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service