জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- বিজেপির শাখা সংগঠন তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের রাখি বন্ধন উৎসব উপলক্ষে সকল কর্তব্যরত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন মহিলা মোর্চার কর্মীরা সোমবার সন্ধ্যায়। তেলিয়ামুড়া মহাকুমা প্রেস ক্লাবের হল-ঘরে সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের রাখি পড়ানোর পর সকল সাংবাদিকদের মিষ্টিমুখ করিয়ে নেন বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বরা । উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক পার্থ সারথি রায়, এবং সভাপতি পবন পোদ্দার মহাশয় সহ মহিলা মোর্চার সম্পাদিকা নন্দা পাল এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের কাউন্সিলর সম্পা পাল মহোদয়া ।
Leave feedback about this