2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সিপিআইএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাংসদ রেবতী ত্রিপুরার সাংবাদিক সম্মেলন

জনতার কলম,ত্রিপুরা,আগরতলা,প্রতিনিধি :-খুমুলুঙ এ মূর্তি ভাঙ্গার অনুসন্ধান করে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে অপপ্রচারের তথ্য তুলে ধরলেন পূর্ব ত্রিপুরা সংসদ রেবতী ত্রিপুরা। মানুষকে বিভ্রান্তি করতেই অপপ্রচার করে বলে দাবি করেছেন সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রধান কার্যালয় কৃষ্ণনগরে। এডিসি এলাকাতে মূর্তি ভাঙ্গা কে কেন্দ্র করে প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন সংসদ ত্রিপুরা। তিনি জানান সি পি আই এম পশ্চিম ত্রিপুরা জেলা একটা পেজ থেকে বি জে পি এবং আর এস এস এর নামের বদনাম ছড়ানোর জন্য অভিযোগ এনেছিল। তাছাড়া সি পি আই এম ত্রিপুরা পেজ থেকেও এ ডি সি সদর দপ্তরে আক্রান্ত হেডিং দিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ায়। প্রাক্তন এম পি জিতেন চৌধুরী নিজের পেজ থেকেও লিখেছেন “ভেন্ডালাইজেশন আপন কালচার ” নাম কিছু বিভ্রান্তিকর মন্ত্যব্য করেছেন বলে অভিযোগ করেন রেবতী ত্রিপুরা। তিনি তার বিবৃতিতে জানান সি পি আই এম এর আমলে অনেক দুর্নীতি হয়েছিল আর এই মূর্তি পরে যাওয়া সেই রকম এক দুর্নীতির কারণ। ষড়যন্ত্র করা এবং বি জে পি কে বদনাম করার নোংরা রাজনীতি করা তাদের কাজ বলে বেক্ত করলেন রেবতী।তিনি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করেন, তিনি জানান জেলা শাসকের সাথে উনার কথা হয়েছে আর ওই মূর্তি বানানোর জন্য কত টাকা বাজেট ছিল আর কত খরচ হয়েছিল তা নিয়ে তদন্তের দাবি জানাবেন পার্টির তরফ থেকে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service