জনতার কলম, ত্রিপুরা,বিশালগড়,প্রতিনিধি :- আবারো তথাকথিত সভ্য সমাজের বর্বরতা রেহাই পেল না ৮ বছরের শিশু সম্পর্কে জানাযায় নাতিনী। অভিযোগ দাদুর বিরুদ্ধে কলঙ্কিত এই ঘটনাটি সংঘটিত হয় বিশালগড় থানা দিন কেকে নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্ত দাদুর নাম সজল ভৌমিক বয়স 52 রবিবার রাত সাড়ে নয়টা অবুঝ শিশুটিকে নিয়ে তার পিতামাতা বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করে সঙ্গে সঙ্গে মহিলা থানার ওসির নেতৃত্বে পুলিশ ছুটে গিয়ে নরপিশাচ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা যায় অবুঝ শিশুটির মা জানায় শনিবার বিকেল বেলা শিশুটি পাশের বাড়ির উঠানে গেলে তাকে ডাক দিয়ে ঘরে নিয়ে আদর করার ছলনার দেখিয়ে কুকীর্তি শুরু করে সজল এরপর মেয়েটিকে চানাচুর খাবার জন্য হাতে কিছু টাকা দিয়ে দে মেয়েটি এইদিন আর কাউকে কিছুই বলেনি কিন্তু রবিবার শিশুটির গোপনাঙ্গে ব্যাথা হতে শুরু করে এরপর শিশু মেয়েটি তার মায়ের কাছে সবকিছু জানায় এ কথা শোনার পর শিশুর মায়ের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে প্রতিবেশী নরপিশাচকে আটক করে। এরপর শিশুটিকে নিয়ে পিতা-মাতা মহিলা থানায় গিয়ে অভিযোগ করেন। এরপর শিশুটিকে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করোনোর জন্য নিয়ে যাওয়া হয় বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
Leave feedback about this