2024-12-18
agartala,tripura
রাজ্য

কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে জননেতা সুদীপ রায় বর্মন

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- রাজ্যে বর্তমান কত সংখ্যক করুণা ভাইরাস সংক্রমিত রোগীর ভগৎ সিং যুব আবাসে চিকিৎসা চলছে তারই পর্যবেক্ষণ করতে রবিবার আগরতলা ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে যান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক আসিশ সাহা। কোভিদ কেয়ার সেন্টারে যে জায়গায় সাধারণ মানুষেরা এবং চিকিৎসকরা পিপি ই ট্রিট ব্যবহার করে কবে প্রবেশ করেন সে জায়গায় আজ রাজ্য সরকারের দুজন বিধায়ক, বিধায়ক আশীষ সাহা এবং সুদীপ রায় বর্মন কীট ছাড়াই প্রবেশ করলেন। পরিশেষে চিকিৎসকদের কথামতো বিধায়করা পিপি ই কীট পড়তে বাধ্য হলেন। তাছাড়া এদিন বিধায়করা কোভিড কেয়ার সেন্টারের রোগীদের সাথে দেখা করেন এবং তাদের হাতে ফল তুলে দেন পাশাপাশি বিধায়করা করোনা সংক্রমিত রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service