2024-12-17
agartala,tripura
রাজ্য

ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক চালক

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর ব্রহ্মা বাড়ি পেট্রোলপাম্প এলাকায় ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক চালক । বাইক চালকের নাম নবীনকুমার জমাতিয়া । বয়স 22 বছর । প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মাতারবাড়ি দিক থেকে ট্রাক গাড়িটি উদয়পুর রাজারবাগের উদ্দেশ্যে আসছিল এবং বাইকটিও মহারানী থেকে উদয়পুরের উদ্দেশ্যে আসছিল, আচমকাই বাইকটি পেছনের দিকে না দেখে বাঁক নিয়ে নিলে সরাসরি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে । সাথে সাথেই গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা নিয়ে আসে গোমতী জেলা হাসপাতালে । বর্তমানে গুরুতর আহত অবস্থায় সেখানে তার চিকিৎসা চলছে । অপরদিকে রাধাকিশোর পুর থানার পুলিশ গাড়ি এবং বাইক দুটিকে আটক করে থানায় নিয়ে যায় ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service