2024-12-17
agartala,tripura
রাজ্য

কলা বিভাগে প্রথম উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক স্কুলের বিপাশা

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- কলা বিভাগে 482 নম্বর পেয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলো উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বিপাশা চক্রবর্তী। বিপাশার পিতা উদয়পুর বাগমা সমতল পাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত এবং মা গৃহিনী। এদিন ফলাফল ঘোষনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপাশা জানান এই সাফল্যে বেশ খুশি । টেষ্ট পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিলো 474। ছয় জন গৃহ শিক্ষক ছিলো বিপাশার। ভবিষ্যতে অধ্যাপক কিংবা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক হবার স্বপ্ন। পড়াশোনা ছাড়া গান বাজনা করা এবং বই পড়া বিপাশার সখ। নির্দিষ্ট কোনও সময় করে পড়া হতো না যখন ই ভালো লাগতো তখন সি পড়তো বিপাশা। কোনও দিন হয়তো দুই ঘন্টা আবার কোনও দিন হয়তো বারো ঘন্টা। এমনটাই জানালো বিপাশা। বিপাশার এই সাফল্যে খুশি তার মা বাবা, আত্মীয় পরিজন, সহপাঠী, বন্ধু বান্ধব, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ গোটা উদয়পুর মহকুমাবাসী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service