জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- লক ডাউন চলাকালীন সময়ে অযথা এবং বিনা প্রয়োজনে শহরে চলাচলকারী বাইক ও যান চালকদের বিরুদ্ধে অভিযানে নামলো আরক্ষা কর্মীরা। এমনই চিত্র দেখা গেলো শুক্রবার উদয়পুর পুরান মোটর স্ট্যান্ড সংলগ্ন শীতলা বাড়ি এলাকায়। এদিন বিনা প্রয়োজনে রাস্তায় বের হয়ে আইন লঙ্ঘন কারী বাইক ও যান চালকদের থামিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন আরক্ষা প্রশাসনের কর্মীরা। তবে মানুষের এই ধরনের আচরণে সম্ভব হবেনা করোনা কে হারাতে যদি এখনো ঘর থেকে বেরোনো বন্ধ না করে, সম্ভবনা আরো বেশি হয়ে যাচ্ছে তাতে ঘরে ঘরে করোনা আক্রমণের শিকার হবে বলেই চলে।
রাজ্য
রাস্তায় বের হয়ে আইন লঙ্ঘন কারী বাইক ও যান চালকদের থামিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
- by janatar kalam
- 2020-07-31
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this