2024-12-19
agartala,tripura
রাজ্য

মাতাবাড়ি কল্যাণ সাগর দিঘীতে মাছের মড়ক। দিঘীর জল দূষণ মুক্ত করার দাবী তুলেছে এলাকাবাসীরা

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- মাতাবাড়ি কল্যাণ সাগরে জলে মাছের মৃত্যু ধর্মপ্রাণ জনমনে ক্ষোভ। খবরে জানা যায় একান্ন পীঠের এক পিঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগরের জলে বিভিন্ন ধরনের মাছ মরে দিঘির জলে ভেসে উঠছে। কিছুদিন পরপর এরকমভাবে মায়ের দীঘির জলে মাছের মৃতদেহ ভেসে উঠতে দেখা যায় বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। ধর্মপ্রাণ মানুষের দাবি কিছুদিন পরপর দিঘির জলে মাছের মৃত্যু হলেও মন্দির পরিচালন কমিটির কোন হেলদোল নেই বলে অভিযোগ তুলেন। এছাড়া অভিযোগ মন্দিরে আসা বিভিন্ন দর্শনার্থীরা কল্যাণ সাগরের জলের মাছকে খাবার দেবার জন্য বিভিন্ন প্যাকেটে করে খাবার আনেন। আর এই ধরনের প্যাকেট গুলো দিঘির জলে ফেলে দে, যা থেকে দিঘির জল দূষিত হচ্ছে বলেও অভিযোগ তুলেন। দীঘির জল স্বচ্ছতা নিয়ে বরাবর অভিযোগ উঠতে থাকলেও কোন এক অজ্ঞাত কারণে মাতাবাড়ি কল্যাণ সাগরের জলে মাছের মৃত্যু কোনোভাবেই রোধ করা নিয়ে কোনো ভূমিকা নেই কর্তৃপক্ষের। ধর্মপ্রাণ লোকদের পক্ষ থেকে দাবি উঠে অবিলম্বে মাতাবাড়ি দীঘির জল দূষণমুক্ত করে মাছের মৃত্যু বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service