2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জাতপাত ধর্ম নির্বিশেষে মৈত্রীর বন্ধনে আবদ্ধ রাখার পবিত্র উৎসব রাখি বন্ধনে মহামারীর প্রকোপ

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- আগামী ৩রা আগস্ট রাখি বন্ধন উৎসব. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতপাত ধর্ম নির্বিশেষে সকলকে একি বন্ধনে আবদ্ধ করার জন্য ভাতৃত্ববোধ বজায় রাখার ক্ষেত্রে এই দিনটি উদযাপিত করেছিলেন. এই রাখি বন্ধন কে কেন্দ্র করে বিগত দিনগুলিতে দেখা যেত বিভিন্ন ধর্মের মানুষকে আনন্দে মেতে উঠতে. কিন্তু এবছর মহামারী করোনা ভাইরাসের তান্ডবের দরুন সারা দেশে জারি হওয়া ডাউনের ফলে রাখির দাম বিগত দিনগুলোর তুলনায় কিছুটা কম বেশি না থাকলেও চাহিদায় ঘাটতি পরিলক্ষিত হয়েছে এমনটাই জানালেন ব্যবসায়ী. রাখি বন্ধন শুধু যে বোন ভাইকে দেবে সেটা নয় আপনি যাকে ভালোবাসেন তাকেই রাখি দিতে পারেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন এর সূচনা করেছিলেন বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর লোকেরা যেন হিংসা ভেদাভেদ ভুলে একই বন্ধনে আবদ্ধ হয়ে যেন থাকে, কবিগুরু রবীন্দ্রনাথের রাখি বন্ধনের এই মনোভাব ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই এখন দেখার.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service