2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নাবালিকা ধর্ষণকারীদের বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় ক্ষুব্দ এলাকার মানুষ

জনতার কলম, ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :- মঙ্গলবার রাত্রিতে এক ১৭ বছরের উপজাতি নাবালিকাকে গণধর্ষণের কারণে বৃহস্পতিবার তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় এক ধুন্ধুমার কাণ্ড ঘটে গেলো। এই উক্ত গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ৫ জন নরপশুর বাড়িতে ও দোকানে হামলা চালায় পার্শ্ববর্তী এলাকারই উপজাতি কয়েকজন যুবক। পাশাপাশি অগ্নিসংযোগ করা হয় একটি দোকানে। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় প্রচুর TSR ও পুলিশ বাহিনী । ঘটনার বিবরণে জানা যায় যে, মঙ্গলবার রাত্রিতে আনুমানিক প্রায় ৭ টা নাগাদ মুঙ্গিয়াকামী এলাকার ১৭ বছরের এক নাবালিকাকে ৫ জন যৌন দস্যু মিলে একটি প্রাইভেট গাড়ি করে খাসিয়ামঙ্গলের গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ওই গাড়ির মধ্যে দফায় দফায় ওই নাবালিকাকে ৫ জন যৌন দস্যু মিলে ধর্ষণ করে। পরে ওই নাবালিকাকে রাত প্রায় আনুমানিক ৮ টা নাগাদ নেতাজীনগরের ইউবিআই ব্যাংকের সামনে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে যায় । পরে ওই নির্যাতিতা নাবালিকা ওই ৫ জনের নামে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করে । যদিও এর মধ্যেই প্রেমিক রূপেশ সরকারকে পুলিশ গ্রেফতার করেছে । কিন্তু ধুন্ধুমার কাণ্ড ঘটে আজ তথা বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ । জানা গেছে যৌন দস্যু অভিযুক্ত বাকিদের বাড়ি, উল্লেখ্য যারা পলাতক – কাসেম মিঞ্চা, আহমেদ আলী, জাবেদ মিয়া, গণি মিয়া, তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় । বৃহস্পতিবার চাকমাঘাটের পার্শ্ববর্তী এলাকার কয়েকজন উত্তেজিত যুবক এসে অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় । ভাঙচুর করা হয় অভিযুক্তদের ৫ টি বসতবাড়ি ও ২ টি দোকান অগ্নিসংযোগ করা হয় এই গণধর্ষণের অন্যতম অভিযুক্ত কাশেম মিয়ার দোকানে । পরে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে ও তেলিয়ামুড়া থানায় । এই উত্তপ্ত খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছুয় বিশাল পুলিশবাহিনী ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ‌। যদিও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে । সেই সাথে পুরো এলাকায় মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ ও TSR বাহিনী ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service