জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- পর পর ২ জন ব্যক্তি করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর আড়ালিয়া এলাকাকে কোন্টাইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয় পরে ব্যারিগেট. তারপর আজ ১৪ দিন শেষ হওয়ার পর এলাকাবাসীরা ব্যারিগেট খুলে দেওয়ার জন্য আন্দোলনে নেমে পরে, এদিন প্রশাসনিক এক আধিকারিক জানান এদের ১৪ দিনের কোন্টাইনমেন্ট জোন শেষ হলেও প্রশাসনের যে নির্দেশিকা রয়েছে সে নির্দেশিকা অনুযায়ী কোন্টাইনমেন্ট জোন এর পরে অরেঞ্জ জোন হিসাবে ঘোষণা করা হয় সদর মহকুমা শাসক যদি চায় তাহলে তাদের রিলিফ করে দিতে পারে নতুবা সেই নির্দেশিকা ভাঙা অসম্ভব বলে ব্যক্ত করেন তিনি. তাছাড়া যারা রয়েছেন বাইরে কর্মসূত্রে যান তাদের রিলিফের বিষয় নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি.
janatar kalam Blog রাজ্য 14 দিনের কন্টাইন্মেন্ট জুন শেষ হওয়ার পর ব্যারিকেড খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে আড়ালিয়া এলাকার এলাকা বাসি
Leave feedback about this