2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো পূর্বদোয়া সামাজিক সংস্থা হার্ট অফ হিমিউনিটির ৩ টি স্টল

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা আগরতলা:- বৃহস্পতিবার রাজধানী আগরতলার 3 টি জায়গায় আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন করা হয় পূর্বদোয়া সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত হার্ট অফ হিমিউনিটির ৩ টি স্টলের. এদিন রাজধানীর শঙ্কর চৌমুহনিষ্ঠিত হার্ট অফ হিমিউনিটির স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং পুর নিগমের মেয়ের ড: প্রফুল্লিজিৎ সিনহা মহোদয়. এদিনের অনুষ্ঠানে পূর্বদোয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক নীতি দেব বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পুর নিগম এবং সড়ক পরিবহন নিগমকে ধন্যবাদ জানান কেননা তিনি বলেন কোনো একটি সংস্থার মহৎ উদ্যোগে কাজ চালিয়ে যাওয়ার জন্য অর্থের প্রয়োজন হয় কিন্তু রাজ্যের ২ টি দপ্তর রাজধানীর ৩টি জায়গায় স্টল স্থাপন করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়েছে. তাছাড়া এদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে পূর্ব দয়া সামাজিক সংস্থার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ত্রিপুরাতে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে তাতে যে জায়গায় একটি জলপথে পরিকল্পনা করা অসম্ভব ছিল সেখানে তিন তিনটি জলপথে ব্যবস্থা হয়েছে তাছাড়া এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন বহি রাজ্যের মানুষ রাজ্য যেভাবে বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে আসবেন ঠিক তেমনি পূর্বদয়া সামাজিক সংস্থার স্টল ও দেখতে আসবেন. এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান দীপক মজুমদার, পূর্ব দেয়া সামাজিক সংস্থার সভাপতি আলকা সিনহা সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service