জনতার কলম,ত্রিপুরা,বিশালগড় প্রতিনিধি:- আজ সকাল 11 ঘটিকায় বিশালগড় অফিস টিলা এলাকায় এক মহিলার গলা থেকে হার ছিনতাই করতে এসে হাতেনাতে আটক হয় সুমন দেবনাথ নামে এক ছিনতাইবাজ। বাড়ি বিশালগড় নারাউড়া, ঘটনার সূত্রপাত হয় অফিস টিলা স্কুলের পেছনে একটি পুকুরের পাড় রাস্তা থেকে। প্রতিমা দাস স্বামী বিকাশ দাস বাড়ি বেলুয়াচড়, মানিক্যনগর। প্রতিমা দেবী অফিস টিলা বন বিহার উনার বোনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে উনার বোনের শরীর খারাপ হওয়াতে বোনকে নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসেন।যথারীতি ডাক্তার দেখিয়ে বাড়িতে ফেরার সময় অফিস টিলা স্কুলের পেছনে রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় উনাদের পেছনে ধাওয়া করে একটি যুবক। এই দুই মহিলা যখন অফিস টিলা পেছনে পুকুরের পাড় রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন ঠিক সেই সময়ই প্রতিমা দেবীর গলার থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নেওয়ার উদ্দেশ্যে টান মারেন। টের পেয়ে সাথে সাথে প্রতিমা দেবী উনার ডান হাত দিয়ে গলার স্বর্ণের চেইন ধরেন এবং বাঁ হাতে সেই চুরকে ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকেরা ছুটে আসার পূর্বে চটি উনাকে গলার হাতটা ছেড়ে পিছন দিক দিয়ে কিল ঘুষি লাথি মারতে থাকেন। এলাকার লোক জড়ো হওয়ার পূর্বেই চুর সেখানে জায়গা পালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পথ চলতি লোকেরা তাকে ধরে ফেলেন এবং তাকে উত্তম মাধ্যম দিতে থাকেন। তারপর সেখান থেকে তাকে অফিস টিলার যুবক সংঘ ক্লাবে নিয়ে আসার পথে সে আবার পালিয়ে যায়। লোকেরা তার পিছে ধাওয়া করেন এবং অফিস টিলা হাসপাতালের নিকট এসে অন্য আরেকটি বাড়িতে লাফিয়ে প্রবেশ করে । এই বাড়ি থেকে উত্তেজিত জনতা তাকে ধরে এনে উত্তম-মাধ্যম দেন এবং বিশালগড় থানায় খবর দেন। সেখান থেকে থানার এসআই তপন দেবনাথ এর নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে সে চুরা সুমন দেবনাথ কে আটক করে
Leave feedback about this