জনতার কলম ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধিঃ মঙ্গলবার তেলিয়ামুড়া থানায় এক শিশু কন্যাকে ধর্ষণ করার মতো গুরুতর অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। যদিও এই ঘটনাটি ঘটে আনুমানিক এক পক্ষ কাল পূর্বে। পুলিশ এই ঘটনার বিবরণ দিয়ে জানায়, তেলিয়ামুড়া থানাধীন জারুলং বাড়ি গ্রামের বাসিন্দা জৈনক উপজাতি সম্প্রদায়ের ব্যক্তির সাত (৭) বছরের শিশু কন্যাকে একই গ্রামের বাসিন্দা রাজেন্দ্র দেববর্মার যুবক ছেলে ধনঞ্জয় দেববর্মা (২৪) ঐ দিন সকালে অভিযুক্ত যুবক শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে বলে জানান এবং ঘটনার পর প্রাণ নাশের ভয় ভীতি প্রদর্শন করা হয়। এতদিন ভয়ে কাউকে কিছু না বললেও সোমবার এই শিশু কন্যা তার মাকে সমস্ত বিষয় জানায়। পরে গ্রামের মুরুব্বীদের ঘটনাটি জানালে এই ব্যাপারে সালিশি সভার মাধ্যমে মীমাংসা করতে চাইলেও মীমাংসা হয়নি ঘটনার। ফলে এক প্রকার বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের নাম ধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। তাছাড়া এ মানুষ রূপী পাষন্ড ঐ নাবালিকা শিশু কন্যার মাসিকে ও ধর্ষণ করার চেষ্টা করে বলেও জানান তিনি. পুলিশ জানায় অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক. নরপশুর দ্বারা জোরপূর্বক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
janatar kalam Blog রাজ্য নর পাষন্ডের দ্বারা শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণকে কেন্দ্র করে উত্তপ্ত তেলিয়ামুড়ার জারুলং বাড়ি এলাকা
Leave feedback about this