জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা সোনামুড়া:-রাজ্যে ১৮ থেকে ২১ তারিখের মধ্যে স্বপ্নের জাহাজ রাজ্যে পৌঁছার কথা থাকলেও , এখন অবধি না পৌঁছায় এক প্রতীকী প্রতিবাদ কর্মসূচি হাতে নিলো প্রদেশ কংগ্রেস কমিটি . এদিন কর্মসূচির অঙ্গ হিসাবে গোমতী নদীতে কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে বিক্ষোভ দেখানো হয় . তাদের বক্তব্য রাজ্যে জাহাজ আসছে বলে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে রাজ্য সরকার তারই পরিপ্রেক্ষতে এই প্রতিবাদ কর্মসূচি বলে জানায় কংগ্রেস নেতৃত্ব. এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের এন এস ইউ আই রাজ্য সভাপতি রাকেশ দাস, কংগ্রেস নেতা মুজিবর ইসলাম মজুমদার সহ রাজ্যের অন্যান্ন কর্মীবৃন্দরা।
Leave feedback about this