জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি….উদয়পুর পুর পরিষদের কর্মীদের মধ্যে করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় নয়া আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা পুর এলাকা জুড়ে। পুরপরিষদের একজন ইঞ্জিনিয়ার এবং একজন গ্রুপ ডি কর্মচারীর করোনা পজিটিভ রিপোর্ট আসে গতকাল। আর এতেই নড়েচড়ে বসেন পুর পিতা সহ পুর কর্তৃপক্ষ। তৎক্ষণাৎ পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন শুক্রবার পুরপরিষদের কাজ কর্ম বন্ধ রাখা হবে তৎসঙ্গে তিন তলা বিশিষ্ট পুর অফিসের সব কয়টা অফিস কক্ষ স্যানিটাইজ করা হবে। গত কয়েকদিন আগে সিদ্ধান্ত হয় পুর পরিষদের সমস্ত কর্মীদের করোনা পরিক্ষা করা হবে। সেই মোতাবেক দুইজনের রিপোর্ট পজিটিভ আসায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারন এই দুই কর্মীর সংস্পর্শে পুর এলাকার বহু মানুষ এসেছেন বলে ধারণা একাংশ লোকজনের। এদের চিহ্নিত করে করোনা পরিক্ষা করাটা পুর কর্তৃপক্ষের কাছে এক প্রকার চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। এমনিতেই উদয়পুর পুর পরিষদের একটি ওয়ার্ডের চারটি কন্টেইনমেন্ট জোনে ৪১ জন করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় গোটা পুর এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তার মধ্যে দুই পুর কর্মীর করোনা পজিটিভ ধরা পড়ায় পুর বাসির মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। এদিকে উদয়পুর শহরে বেশ কয়েকটি কন্টেইনমেন্ট জোন রয়েছে যেগুলিতে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। কন্টেইনমেন্ট জোনের বাইরেও বহু মানুষ ঘোরাফেরা করছে বলে ধারণা সাধারণ মানুষের। সঠিকভাবে সরকারি নির্দেশ পালন করছেন না পুরবাসীরা । তাই উদয়পুরে করোনা রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। আর তার জন্য সচেতন মহল দায়ী করছে মহকুমা ও জেলা প্রশাসনকে। প্রশাসন যদি আরও কঠোর না হয় তাহলে উদয়পুরে করোনা মোকাবেলা করা সম্ভব হবেনা বলে মনে করছেন সাধারণ জনগণ।
janatar kalam Blog রাজ্য পুর পরিষদের কর্মীদের মধ্যে করোনা পজিটিভ সনাক্ত হওয়ায় স্যানিটাইজ করানো হচ্ছে উদয়পুর পুর পরিষদের অফিস কক্ষ
Leave feedback about this