জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- মহামারী করোনা ভাইরাসের জেরে থেমে আছে দেশের সমস্ত ক্রীড়ানুষ্ঠান, অর্থ সংকটে ভুগছে রাজ্যের দুস্থ ক্রীড়াবিদরা, তারই পরিপ্রেক্ষিতে আজ T.C.A এর পক্ষ থেকে রাজ্যের দুস্থ ও গরিব ১৪৮ জন ক্রিকেটার দের ৫০০০ টাকা এবং মাঠের কাজে নিযুক্ত কর্মী দের রেন- কোর্ট ও মাঠের কাজে নিযুক্ত কর্মী দের মধ্যে যাদের ছেলে মেয়ে 1st ডিভিশন পেয়েছে মাধ্যমিক পরীক্ষায় তাদের কে ২০০০ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়. এদিনের কর্মসূচি থেকে টিসিএ সভাপতি মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে জানান রাজ্যের ক্রীড়াবিদরা বসে নেই ভিডিও কনফাররেন্সের মাধ্যমে চলছে প্রশিক্ষণ
শিবির, খেলোয়াড়রা সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছে প্রতিনিয়ত, পাশাপাশি রাজ্যের খেলোয়াড়রা দুস্থ হলেও খেলার দিক দিয়ে এরা দুস্থ নয় বলে মন্তব্য করেন তিনি. এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন T.C.A সভাপতি মানিক সাহা, টিসিএ সচিব তিমির চন্দসহ অন্যান্যর।
রাজ্য
দুস্থ ও গরিব খেলোয়াড়দের মধ্যে আর্থিক সাহায্য প্রদান করলো ত্রিপুরা ক্রিকেট এসসিসিএটিও
- by prasenjit
- 2020-07-13
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this