জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা:- শাসক দলের নব নির্মিত পার্টি অফিস ভাঙার অভিযোগে গত ১ তারিখ রাধাপুর থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় আইপিএফটি শ্রমিক নেতা প্রদীপ দেববর্মাকে, তারই পরিপ্রেক্ষিতে আজ খুমূলুঙয়ে মহিলা আইপিএফটি দল আগামী ১৬ তারিখ রাধাপুর থানায় বিনা শর্তে যেন প্রদীপ দেববর্মাকে ছেড়ে দেওয়া হয় তা নিয়ে ডেপুটেশোনে মিলিত হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন মহিলা আইপিএফটির সভাপতি. পাশাপাশি তিনি জানান শাসক দলের নব নির্মিত পার্টি অফিস ভাংচুরের ঘটনায় আইপিএফটি জড়িত নয়, এসব ঘটনার সাথে জড়িত শাসক দোল নিজেই বলে বিজেপিকে এই বাক্যে আক্রমণ করলেন মহিলা আইপিএফটি আইপিএফটি নেত্রী.
janatar kalam Blog রাজ্য আগামী ১৬ তারিখ প্রদীপ দেববর্মার মুক্তির দাবিতে রাধাপুর থানায় ডেপুটেশনে যাবেন মহিলা আইপিএফটি
Leave feedback about this