2024-12-20
agartala,tripura
রাজ্য

সমাজকে সুস্থ রাখতেও করোনা সংক্রমণ থেকে মানব সমাজকে সুরক্ষিত রাখতে অন্যতম উদ্যোগ মোদী ফ্যানস ক্লাবের

জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলা :- এই বিপন্ন মুহূর্তে সারা দেশে মহামারীর ফলে যে জুবুথুবু অবস্থা তা আমাদের রাজ্যেও পরিলক্ষিত হচ্ছে, এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে সমাজের কিছু অংশের মানুষ সরকার সরকার ও প্রশাসনের নিয়ম নীতি মেনে চলছে. কিন্তু একটা অংশের মানুষ রয়েছে যারা এই নিয়ম নীতিকে প্রত্যাখ্যান করে চলছে, তা দেখে রাজধানীর মোদী ফ্যানস ক্লাবের উদ্যোগে রাজধানীর রামনগর ১নং স্থিত শনি মন্দির থেকে শুরু করে যতগুলি মন্দির রয়েছে সেগুলিকে স্যানেটাইজ করা হয় এবং সেই এলাকার যতগুলি এটিএম কাউন্টার রয়েছে সেগুলিকেও স্যানেটাইজ করা হয়. কেননা নিত্যদিনের সামগ্রী কেনার জন্য অর্থের প্রয়োজন তাই সেই অর্থ তোলার জন্য মানুষ এটিএম এ যায় সেই এটিএমে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে সেটাকে ব্যবহার করে ফলে সংক্রমণের আশংকা আরো বেড়ে যায় তাই সংক্রমণকে রোধ করতে সুস্থ পরিবেশ বজায় রাখতে এই উদ্যোগ বলে জানান মোদী ফ্যানস ক্লাবের কর্মকর্তারা. পাশাপাশি মোদী ফ্যানস ক্লাব বিপন্ন মুহূর্তে মানুষের সাহাযার্থে সমাজের সুস্থতা বজায় রাখতে এধরণের উদ্যোগ আগামীদিনেও জারি রাখবেন বলে জানান কর্মকর্তারা.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service