বৃহস্পতিবার রাজধানীর সদর কার্যালয়ে অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠক । বৈঠকে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী ও সম্পাদক রাধাচরণ দেববর্মা ।এদিনের বৈঠকে শ্রী চৌধুরী বলেন আগামী ৮ই ফেব্রুয়ারী রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গন থেকে একটি সুবিশাল মিছিল বের করবে । মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর আস্তাবল ময়দানে গিয়ে সেখানে একটি সভায় মিলিত হবে জানান । পাশাপাশি এদিনের বৈঠকে রাজ্য সরকারকে এক হাত নেন এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ।
janatar kalam Blog রাজ্য বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠক । উপস্থিত ছিলেন সভাপতি জিতেন্দ্র চৌধুরী ও সম্পাদক রাধাচরণ দেববর্মা
Leave feedback about this