2024-12-19
agartala,tripura
রাজ্য

কাকড়াবন ব্লক কংগ্রেস সভাপতির উপর শাসকদলের বর্বরচিত আক্রমনের প্রতিবাদে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট প্রদেশ যুব কংগ্রেস

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- কাকড়াবন ব্লক কংগ্রেস সভাপতির উপর শাসকদলের বর্বরচিত আক্রমনের প্রতিবাদে এবং আসামিদের গ্ৰেপ্তারের দাবিতে জেলা কংগ্রেস এক প্রতিনিধি দল মহকুমার পুলিশ অধিকারির নিকট ডেপুটেশনে মিলিত হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস, প্রদীপ সরকার, প্রসেনজিৎ দাস,উওম দে বাপী ভৌমিক ,বিকাশ দে প্রমুখ। এদিকে গতকালের ঘটনার খবর পেয়ে আজ প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাসের নেতৃত্বে পাঁচ জনের প্রতিনিধি আজ উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের সাথে কথা বলেন l তারা দাবি করেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে l ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপতার না করা হলে যুব কংগ্রেস রাজ্যে বৃহত্তর আন্দোলন করবে l তারা দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত ব্লক কংগ্রেস সভাপতি নিত্য গোপাল সাহাকে গোমতী জেলা হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেয় l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service