2024-12-17
agartala,tripura
রাজ্য

দ্বিতীয় সম্প্রসারণ কেন্দ্র হিসেবে কাকরাবনে আয়ুর্বেদ স্বাস্থ্য কেন্দ্র চালু

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- ভারত সরকারের আয়ুস মন্ত্রণালয়ের সি সি আর এ এস উত্তর পূর্ব প্রকল্পাধীন আঞ্চলিক আয়ুর্বেদ গবেষণা কেন্দ্র আগরতলার উদোগে কাকরাবনে আজ এর দ্বিতীয় সম্প্রসারণ কেন্দ্র হিসেবে কাকরাবনে আয়ুর্বেদ স্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে l স্থানীয় সমাজ সেবী রাজীব সম্মাদ্দার নিজস্ব একটি ঘর সম্পূর্ণ বিনামূল্যে এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য সুযোগ করে দিয়েছেন l এই জন্য কাকরাবনে রাজ্যের দ্বিতীয় আয়ুর্বেদ স্বাস্থ্য কেন্দ্র চালু হয়েছে l এরকম আরও দুইটি কেন্দ্র খোলা হবে l তৃতীয়টি হয়ে জিরানিয়াতে এবং চতুর্থ কেন্দ্রটি হবে দক্ষিণ জেলার শান্তিরবাজারে l দ্বিতীয় আয়ুর্বেদ স্বাস্থ্য কেন্দ্রের উদ্ভোধন করে আঞ্চলিক আয়ুর্বেদ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ ও বিজ্ঞানী – ৩ ডাক্তার তুষার কান্তি মণ্ডল জানান , সরকারী ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কেন্দ্র খোলা থাকবে l এখানে দুই জন চিকিৎসক , এক জন ফার্মাসিস্ট , এম টি এ এক জন করে থাকবে l বিশেষ করে করোনা প্রভাব থেকে মানুষকে রক্ষা করার জন্য সচেতনতা মূলক না কর্ম সূচি রয়েছে l ডাক্তার তন্ময় দাস, ডাক্তার সুস্মিতা পাল ও ফার্মাসিস্ট সুম্মু কান্তি দেবনাথ

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service