জনতার কলম প্রতিনিধি :- সোমবার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেগা রক্তদান উৎসব আয়োজন করা হয় রক্তদান শিবির প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন প্রদেশে বিজেপির সভাপতি মানিক সাহা, উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ প্রতিমা ভৌমিক, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য ও টিআইডিসি চেয়ারম্যান টিংকু রায়সহ বিজেপি নেতৃত্বর। এদিন শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে আলোচনা করেন সাংসদ প্রতিমা ভৌমিক উনার আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলে চলার জন্য আবেদন রাখেন এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন বলিষ্ঠ কার্যকর্তা নিখিল চক্রবর্তী ও বজ গোপাল দেবনাথ ।
janatar kalam Blog রাজ্য বিশালগড় মন্ডল এর উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেন
Leave feedback about this