2024-12-19
agartala,tripura
রাজ্য

৩ দফা দাবিসহ আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে কর্মসূচির প্রস্তুতি লোক জনশক্তি পার্টির

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলা:- সোমবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে লোক জনশক্তি পার্টির পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়. এদিনের বৈঠকের মূল বিষয়বস্তু হল রাজ্যের সকল স্তরের মানুষদের ৩ মাসের বিদ্যুৎ মাফ করা এবং রাজ্যের বিপিএল ভুক্ত যে পরিবারগুলি রয়েছে সেইসব পরিবারগুলিকে ৩ মাস ১০০ ইউনিট করে বিদ্যুৎ প্রদান করা দাবী নিয়ে. এদিনের বৈঠক থেকে সংগঠনের সভাপতি আরো জানান যে আসন্ন এডিসি নির্বাচনে দল জোটসঙ্গী হতে চাচ্ছে এবং জোটসঙ্গী নাও যদি পায় তাহলে দল একাই ময়দানে লড়াই করবে বলে জানান তিনি. পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে কাকরাবন শালগড়া অঞ্চলের ১২ পরিবারের ৪২ জন সিপিআইএম এবং বিজেপি দল ছেড়ে লোক জনশক্তি দলে যোগদান করেছে রাজ্য সভাপতি রূপম করের হাত ধরে.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service