জনতার কলম, উদয়পুর, প্রতিনিধি :- শনিবার বজ্রপাতে গুরুতর আহত হন চার ব্যাক্তি। ঘটনাটি ঘটে উদয়পুর অমরপুর সড়কের পাশে জিপিটি কলেজ সংলগ্ন রাবার বাগানে। উল্লেক্ষ শনিবার বৃষ্টির মাঝে যখন তারা রাবার কাটার উদ্দেশ্যে বাগানে যান তখন বিকট বজ্রপাতের ফলে মোবাইল ব্রাস্ট মেরে আহত হন চারজন রাবার বাগানের কর্মী। পরবর্তীতে তাদেরকে অগ্নিনির্বাহকের গাড়ি করে নিয়ে আসা হয় হাসপাতালে। আহতরা বর্তমানে গোমতী জেলা টেপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজনের গুরতর অবস্থায় আছে বলে জানা যায়।
Leave feedback about this