এন আর সি, সি এ এ ও এন পি আর এর বিরুদ্ধে দেশ ব্যাপী আন্দোলন চলছে। এই আন্দোলনের প্রতি সংহতি জানাতে অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংঘটন ৪থ ও ৫ই ফ্রেব্রুয়ারি দেশ ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে।এরই অঙ্গ হিসাবে ৫ই ফেব্রুয়ারী রাজধানীর সিটি সেন্টার এর সামনে এক বিক্ষোভ সভা সংঘটিত করে অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংঘটন। তাদের দাবি এই আইন বিরোধী আন্দোলনের প্রতি সংহতি দিবস পালন করা, জনগণ বিভাজন করার ষড়যন্তের এই আইন কে বাতিল করা, এন আর সি, সি এ এ ও এন পি আর নয় জনগণকে কাজ , শিক্ষা , ও চিকিৎসার নিরাপত্তা দেওয়া এবং এই আইন বিরোধী আন্দোলনের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করা । এই দাবিগুলির সমর্থনে সংগঠনের রাজ্য সভানেত্রী শিবানী ভৌমিক কেন্দ্রীয় সরকার জনগনের দৈনন্দিন সমস্যা থেকে তাদের দৃষ্টি ঘুরিয়ে নেওয়া এবং জাতপাতের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করা ও সংখ্যাগরিষ্ঠতার জোরে এই আইন পাশ করিয়ে নেওয়া ছাড়া আর কিছু নয় বলে জানান ।
janatar kalam Home রাজ্য এন আর সি, সি এ এ ও এন পি আর এর বিরুদ্ধে চলা আন্দোলনের প্রতি সংহতি জানাতে বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংঘটন
Leave feedback about this