জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- রাজ্যে নারীঘটিত অপরাধ নতুন কথা নয় এই নিয়ে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন একাংশ মানুষ রাজ্যের প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলে কোন হেলদোল পরিলক্ষিত করা যায় না. জানা যায় বেশ কিছুদিন পূর্বে রাজধানীর দূর্জয়নগর এলাকার এক গৃহবধূ নমিতা দাস ঘোষ অগ্নিদগ্ধ হয়ে মারা যান, পরবর্তী সময়ে স্বামীকে গ্রেফতার করে পুলিশ. তা সত্ত্বেও নীরব থাকেনি এলাকাবাসী তাদের বক্তব্য স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে থাকা সত্ত্বেও কি করে গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা যান, তারই পরিপ্রেক্ষিতে শনিবার দুর্জয় নগর এলাকার প্রধান, উপপ্রধান ও এলাকাবাসী এবং পিপলস কংগ্রেসের সভাপতি প্রদীপ চক্রবর্তী সহ এয়ারপোর্ট থানায় আসেন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে.
janatar kalam Blog রাজ্য গৃহবধূ মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে থানায় এলাকাবাসী
Leave feedback about this