সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: শুক্রবার রাজধানী টাউন হলে আয়োজিত হলো স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রধানমন্ত্রী দক্ষতা বিকাশ যোজনার একটি অনুষ্ঠান. এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবে বলেন রাজ্যের বেকার যুবক যুবতীরা ১০ লাখ টাকা অবধি লোন নিতে গেলে কোন ব্যাংক তাদের কাছে সরকারি গ্যারান্টার চাইবে না, কেননা রাজ্য সরকারের পরামর্শ অনুযায়ী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্বাবলম্বন, পি এম ই জি পি স্কিম এর অধীন ১০ লক্ষ টাকা অবধি ঋণ নিতে গেলে কোন সরকারি কর্মচারী গ্যারান্টার লাগবেনা বলে একটি নির্দেশিকা জারি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ব্যাংকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং পাশাপাশি তিনি আরো বলেছেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে বিশেষভাবে উপকৃত হবে রাজ্য যুব সমাজ এবং রাজ্য যুবক-যুবতীদের প্রতি আহ্বান রাখেন দক্ষতা অনুযায়ী নিজের কর্মসংস্থান বেছে নেন, এবং এর জন্য যার যার সাহায্য দরকার তা রাজ্য সরকার করবে বলে জানান তিনি এবং এই মুহূর্তে ত্রিপুরা রাজ্য পিছিয়ে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিগত সরকার আমলে যুবসমাজকে পিছিয়ে রাখার কারণকেই দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব.
Leave feedback about this