2024-12-16
agartala,tripura
রাজ্য

“গালওয়ান আমাদের” চিনকে কড়া বার্তা সীমান্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর

জনতার কলম, ওয়েব ডেস্ক ,লেহ: চিনকে কড়া বার্তা সীমান্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর। বললেন ‘গালওয়ান আমাদের’। লাদাখ সীমান্তে মোতায়েন সেনাবাহিনীর মনোবল বাড়াতে শুক্রবার ভোরেই লাদাখে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেহ থেকে সেনার চপারে করে নিমুতে ফরোয়ার্ড পোস্টে পৌঁছন মোদী।প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। সীমান্তে মোতায়েন সেনার মনোবল বাড়াতে তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের বীরত্বের জন্যই দেশ আজ সুরক্ষিত।’ লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারত একজোটে লড়াই করবে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদী মানসিকতার কোন জায়গা নেই। গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হলে বিপদ ডেকে আনে সাম্রাজ্যবাদী শক্তি। যদিও বারবার সেই সাম্রাজ্যবাদী শক্তিকে হারতেই হয়েছে, ইতিহাসই তার সাক্ষ বহন করছে। ভারত শান্তির কথা বলে। লাদাখ হল দেশের মুকুট। গালওয়ান উপত্যকা আমাদের। এরই পাশাপাশি সেনাবাহিনীকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী আরও বলেন, মাতৃভূমির প্রতি আপনাদের সাহসিকতা সারা বিশ্বজুড়ে অতুলনীয়। ভারতবাসী বিশ্বাস করে, ভারতীয় সেনারা প্রত্যেকে দেশকে শক্তিশালী ও সুরক্ষিত করতে পারে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service