2024-12-16
agartala,tripura
রাজ্য

রাজ্য এনএসইউ আই এর সাধারণ সম্পাদক জাভেদ কালাম চৌধুরীর উপর বিজেপি দুষ্কৃতীদের দ্বারা হামলার অভিযোগ

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- প্রশাসন কি নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না, নাকি দায়িত্ব ছেড়ে দিয়ে দায়িত্ব তুলে দিয়েছেন পুর পরিষদের হাতে, এমনই এক চাঞ্চল্যকর ঘটনা পরিলক্ষিত হল কৈলাশহরে. জানা যায় রাজ্য এন এস ইউ আই এর সাধারণ সম্পাদক জাভেদ আলাম চৌধুরি ওরফে শানু কৈলাশহর প্রদেশ কংগ্রেস কার্যালয় থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে স্থানীয় নেতাজী কলোনি এলাকায় পুর পরিষদের কর্মীরা রাস্তায় যারা মাক্স না পড়ে বের হয়েছেন তাদেরকে ফাইন করার জন্য নেমেছেন রাস্তায়, ঠিক সে সময় জাভেদ কালাম চৌধুরীকে মুখে মাক্স পড়া রত অবস্থায় আটক করে পুর পরিষদের কর্মীরা এবং তাকে ফাইন দেওয়ার জন্য বলেন. কেন তিনি ফাইন দেবেন মুখে তো মার্কস আছে সে বলে বাকবিতণ্ডায় জড়িয়ে যায় জাবেদ কালাম চৌধুরী ও পুরো নিগমের কর্মীদের মধ্যে এবং সেখানেই তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয় বলে জানা যায়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল স্থানীয় কৈলাশহর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service