জনতার কলম,কমলাসাগর প্রতিনিধি:-টানা লকডাউনে স্কুল-কলেজ বন্ধ। বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে অনলাইনে ক্লাস। দশম শ্রেণীতে পড়ে মেয়ে।সুতরাং অনলাইনে ক্লাস করার জন্য এন্ড্রয়েড মোবাইল একান্ত প্রয়োজন। কিন্তু নিত্য অভাবের সংসার। দুই মেয়ে,এক ছেলে ও স্ত্রীকে নিয়ে দিনমজুরের কাজ করে কোন রকমে সংসার চালিয়ে যাচ্ছিলেন সুকুমার ভৌমিক (৪৫)। বাড়ি বিশালগড় মহাকুমা মধুপুর থানাধীন পুরাথল রাজনগর কলোনি এলাকায়। পরিবারের সবচেয়ে বড় মেয়ে দশম শ্রেণীতে পড়ে। অনেকদিন ধরেই বাবার ওপর প্রচণ্ড চাপ দিচ্ছে দশম শ্রেণীর ছাত্রী। অনলাইনে ক্লাস করতে অতিসত্বর এন্ড্রয়েড মোবাইল চাই। নিত্য অভাবের সংসারে লকডাউন এর ফলে দিনমজুর বাবা সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তার ওপর আবার মেয়ের এন্ড্রয়েড মোবাইলের চাহিদা। অনেক কষ্ট করে কোন রকমে দিনমজুর বাবা একটা সাধারন মানের মোবাইল কিনে দিয়েছেন মেয়েকে। আর তাতেই মেয়ের রাগ । মা ও মেয়ে মিলে বাবার সঙ্গে শুরু হয় ঝগড়া। প্রচন্ড রাগ ক্রোধ অভিমানে বাবা কিনে আনা নতুন মোবাইল সেট টি সবার সামনেই আছাড় দিয়ে ভেঙ্গে ফেলেন। মোবাইলটা ভেঙ্গে ফেলার পর থেকেই কারো সাথে কোন কথাবার্তা বলেন নি। পরিবারের লোকজন ও অভিমানে কোন কথা বলেননি।গতকাল রাতের বেলায় নিজের বসত করে না ঘুমিয়ে একা একা ভাঙ্গা একটি ঘরে ঘুমিয়ে পড়েন। পারিবারিক অশান্তি তো চলছিল ই। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই। দিনমজুর বাবা কোথায় থেকে কিনে আনবে এন্ড্রয়েড মোবাইল। অবশেষে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়ে চিরতরে বিদায় নেয় হতভাগা বাবা। বুধবার সকাল ছয়টার দিকে মধুপুর থানায় ফোন করে জানানো হয় এই দিনমজুরের আত্মঘাতীর খবর। পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন বাড়িতেই একটি ভাঙ্গাচুরা ঘরে ফাঁসিতে ঝুলে রয়েছেন হতভাগা বাবা। সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। হতভাগা বাবার অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সমগ্র এলাকা জুড়ে।
রাজ্য
মোবাইলের চাহিদা মেটাতে না পেরে পারিবারিক অশান্তিতে আত্মঘাতী বাবা।
- by janatar kalam
- 2020-07-01
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this