জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- গোমতী জেলায় আবার নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা দ্রুত হারে বেড়ে যাচ্ছে l গতকালের সর্ব শেষ তথ্য অনুযায়ী জেলায় 34 জনের নতুন করে আবার করোনা সংক্রমণের পজেটিভ মিলেছে l এর মধ্যে নয় জনের কোন ট্রেভেল হিস্টোরি নেই l একজন অমরপুরের বাসিন্দা মেডিক্যাল পড়ুয়া l বর্তমানে আগরতলায় চিকিৎসা চলছে l আর বাকি আট জন উদয়পুরের l এর মধ্যে আড়াই বছরের এক শিশু রয়েছে l এই পরিস্থিতিতে গোমতী জেলায় করা সতর্কতা নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসন মাঠে নেমে পড়েছে l বুধবার থেকে জেলা প্রশাসন পক্ষ্যে থেকে জনগণের মধ্যে আরও সতর্কতা থাকার উপর গুরুত্ব দেবে l
মঙ্গলবার বিকেলে গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা শাসক ডক্টর তরুণ কান্তি দেবনাথ l জেলা শাসক জানান, জনগন এখন কোন সতর্কতা অবলম্বন করে চলা ফেরা করছে না l অকারণে বাজারে , গাড়িতে , দোকানে ও রাস্তা ঘাটে মানুষ অযথা ভিড় করছে l এর পরিণতি কিন্তু খারাপ হচ্ছে l
তাই জেলা শাসক জনগণের আরও সচেতন ভাবে কাজ করার উপর গুরুত্ব দেন l জেলা শাসক জানান, উদয়পুর পুর পরিষদের এলাকায় তিনটি কন্টেনমেন্ট জোন করা হয়েছে l এছাড়া আরও নয়টি এলাকায় উদয়পুরে কন্টেনমেন্ট জোন করা হয়েছে l গর্জিতে আরও একটি ড্রপ গেইট করা হবে l বাগমা ও গর্জি এলাকায় ড্রপ গেইটে ভালো করে চেকিং করা হবে l জেলা শাসক জানান, যে সকল মানুষ আনলক দুই না মেনে চলবে তাঁদের কঠোর ব্যবস্থা নেবে l বিশেষ করে কিছু কিছু দোকানের মালিক সরকারী নিয়ম মেনে দোকান করছেনা l তাঁদের জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা শাসক l প্রয়োজন হলে তাঁদের দোকান বন্ধ করে দেওয়া হবে l আর যান বাহনের ক্ষেত্রেও একই বার্তা দিয়েছেন জেলা শাসক , নিয়ম মেনে যাত্রী না উঠালে গাড়ির চালকের বিরুধ্যেও কঠোর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন l জেলা শাসক জানান, গত তিন দিন ধরে উদয়পুর এলাকায় মাইকিং করে জনগণের মধ্যে সেচতেন করা হচ্ছে l এর পরেও মানুষ সচেতন হচ্ছে না l এই জন্য করোনা সংক্রমণ নিয়ে জেলা প্রশাসন খুবই চিন্তিত l
রাজ্য
আনলক ২ তে কঠোর হচ্ছে গোমতী জেলা প্রশাসন।
- by prasenjit
- 2020-06-30
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this