2024-12-16
agartala,tripura
রাজ্য

উদয়পুর মহকুমাধীন গকুলপুর থেকে ছাতারিয়া যাওয়ার রাস্তাটির বেহাল দশা, হেলদোল নেই সরকারি আমলাদের

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিনত উদয়পুর মহকুমা ধীন গকুলপুর থেকে ছাতারিয়া যাওয়ার রাস্তাটি। এলাকাবাসী দের তরফে বহুবার দাবী জানানো হলেও হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েত সহ পূর্ত দপ্তরের। যার ফলে প্রায় সময়ই ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। আর এতে দপ্তরের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসীরা।
ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিনত উদয়পুর থেকে গকুলপুর স্থিত গ্রামীন ব্যাঙ্ক হয়ে ছাতারিয়া যাওয়ার রাস্তাটি। গোটা রাস্তায় খানা খন্দে পরিপূর্ণ। সামান্য বৃষ্টিতেই জলে একাকার হয়ে যায়। এলাকাবাসীদের তরফে বহুবার স্থানীয় পঞ্চায়েত সহ দপ্তরের জানালেও কারোর কোনও হেলদোল নেই। যার ফলে দপ্তরের এহেন কান্ডজ্ঞ্যান হীন কর্মকাণ্ডে বেজায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসীরা। দাবী উঠছে এলাকাবাসীদের স্বার্থে দ্রুত যেন রাস্তাটির সংস্কার করা হয়। এখন দেখার কবে নাগাদ রাস্তাটির সংস্কারের হাত লাগায় দপ্তর! সেই দিকেই তাকিয়ে সকলে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service