2024-12-19
agartala,tripura
রাজ্য

আবারো পুলিশি অভিযানে গাজার নার্সারি ধ্বংস ঘটনা কোনাবন পঞ্চায়েত এলাকায়

জনতার কলম,বিশালগড় প্রতিনিধি 29 জুন: গোপন সংবাদের ভিত্তিতে আবারও গাজা স্বর্গে হানা দিলেন মধুপুর থানার পুলিশ প্রায় 2 লক্ষ 20 হাজার গাজার চারা গাছ ধ্বংস করে। পুলিশ এবং টি এস আর এর যৌথ অভিযানে ধ্বংস হয় গাজার নার্সারি। কমলাসাগর বিধানসভার কোনাবন পঞ্চায়েত এলাকায় এই বিশাল পরিমাণ গাজার নার্সারি ধ্বংস করে পুলিশ এবং টিএসআর। মধুপুর থানার ওসি তাপস দাসের নেতৃত্বে এই প্রশাসনিক অভিযান হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে নেশামুক্ত ত্রিপুরার ঘোষণা দিচ্ছেন অন্যদিকে নেশা মাফিয়ারা গোপনে গোপনে গাঁজা চাষ করে কোটি কোটি টাকা আয় করছেন। পুলিশ এভাবে যদি অভিযান রাখেন তাহলে আগামী দিনের সফলতা আসবে রাজ্যের মুখ্যমন্ত্রী যে জায়গায় নেশা মুক্ত ত্রিপুরা স্লোগান এ ডাক দিয়েছেন সে জায়গায় রাজ্য পুলিশ প্রশাসন নীরবে কাজ করে যাচ্ছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service