2025-01-02
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গোপন সংবাদের ভিত্তিতে গাজার নার্সারি ধ্বংস ঘটনা কলমচৌড়া থানা এলাকায়

জনতার কলম, এিপুরা,বক্সনগর প্রতিনিধি :-এক দিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নেশা মুক্ত করার ঘোষণা দেয় অন্যদিকে নেশা মাফিয়ারা পুলিশকে ঘুমে রেখে নেশার কাজ চালিয়ে যাচ্ছে এমনই এক ঘটনা ঘটলো কলমচৌড়া থানা এলাকায়, গোপন খবরের ভিত্তিতে কলমচৌড়া থানার পুলিশ প্রায় 2 থেকে আরাই লক্ষ গাজার চারা গাছ ধ্বংস করে। পুলিশ এবং টি এস আর এর অভিযানে ধ্বংস হয় গাজার নার্সারি।বক্সনগর ব্লক এলাকার কলমচৌড়ায়। এই বিশাল পরিমাণ গাজার নার্সারি ধ্বংস করে পুলিশ এবং টিএসআর।কলমচৌড়া থানার ওসি ভরত দেববর্মা এর নেতৃত্বে এই প্রশাসনিক অভিযান হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে নেশামুক্ত ত্রিপুরার ঘোষণা দিচ্ছেন। অন্যদিকে নেশা মাফিয়ারা গোপনে গোপনে গাঁজা চাষ করে কোটি কোটি টাকা আয় করছেন। গোপন সংবাদের ভিত্তিতে হানা দেয় আজ সকাল 8 টা থেকে অভিযান চলে শেষ 1টা পর্যন্ত। এই 5 থেকে 6 ঘন্টা অভিযানে 2 থেকে আরাই লক্ষ গাজার নার্সারি ধ্বংস করে পুলিশ। এই নার্সারীর আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে ধারণা,

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service