জনতার কলম, বিশ্রামগঞ্জ প্রতিনিধি :- শুক্রবার সকাল 10 ঘটিকায় বিশ্রামগঞ্জ বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজারের অফিসের সামনে সিনিয়র হেল্পার গ্রেট টু অপারেটর এবং লাইন ম্যান সবমিলিয়ে 20 থেকে 22 জন কর্মচারী আন্দোলনও ধরনায় বসে। তাদের দাবি আসামি গ্রেপ্তার করতে হবে। বৃহস্পতিবার রাত্রি 9 ঘটিকায় বিশ্রামগঞ্জ নন জলা এলাকার জাহাঙ্গীর মিয়া এবং কালি দেববর্মা নামে দুজন দুষ্কৃতী সিনিয়র ম্যানেজার অফিসের দায়িত্বপ্রাপ্ত শান্তি দেববর্মা এবং বাবুলাল দেবনাথকে প্রচন্ডভাবে মারধর করে। দুষ্কৃতীদের অভিযোগ গত কাল রাত্রিবেলায় নন জলা এলাকায় বিদ্যুৎ নেই কেন। 10 থেকে 12 জন এলাকাবাসী বৃহস্পতিবার রাত্রিবেলায় বিশ্রামগঞ্জ সিনিয়র ম্যানেজার অফিসে আসে এবং তাদের কাছে কৈফিয়ত জানতে চায় কেন বিদ্যুৎ নেই। তখন কন্ট্রোলরুমে দায়িত্বপ্রাপ্ত শান্তি দেববর্মা এবং বাবুলাল দেবনাথ বলেন যে ডন বসকো স্কুল এদিকে বিদ্যুৎ পরিবাহী তারের উপর রাবার গাছ পড়ে রয়েছে যার ফলে বিদ্যুৎ নেই। কিন্তু বিদ্যুতের কন্ট্রাক্টর সুকুমার দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে লোক দিয়ে রাবার গাছ কেটে পরিষ্কার করার জন্য। কোন কথাই শুনতে নারাজ জাহাঙ্গীর মিয়া এবং কালি দেববর্মা। এই দুইজন দুষ্কৃতী বিশ্রামগঞ্জ বিদ্যুৎ অফিসের দরজা জানালা লাথি মেরে ভাঙ্গার চেষ্টা করে এবং দুইজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে মারধর করে। জাহাঙ্গীর মিয়া এবং কালি দেববর্মারা। রাত্রিবেলায় বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু শুক্রবার অফিস খোলার আগ পর্যন্ত কালি দেববর্মা এবং জাহাঙ্গীর মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে নি কেন এই প্রশ্নের জবাবে সিনিয়র ম্যানেজার অফিসের 20 থেকে 22 জন কর্মচারী অফিসের সামনে ধর্নায় বসে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার এসআই গনেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ আন্দোলনকারীদের বুঝাবার চেষ্টা করে এবং বিশ্রামগঞ্জ সিনিয়র ম্যানেজার সজল কান্তি ভৌমিক এবং ইঞ্জিনিয়ারগণ তাদেরকে বুঝাবার চেষ্টা করে। কিন্তু তাদের দাবি আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং কন্ট্রোল রুমে সিসি ক্যামেরা লাগাতে হবে এবং আমাদের দৈহিক নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। এই দাবিতে অনড় থাকেন তারা। সিনিয়র ম্যানেজার সজল কান্তি ভৌমিক জানান যে উনি তাদেরকে অনুরোধ করেছেন বিদ্যুৎ লাইন চালু করুন এরপর দরকার হয় আপনাদের দাবি নিয়ে আন্দোলন করুন। কিন্তু সিনিয়র হেল্পার অপারেটর এবং লাইনম্যান কোন বিদ্যুৎ কানেকশন বন্ধ করে আন্দোলনে বসেন। তাদের দাবি যতক্ষণ আসামি গ্রেপ্তার না হয় ততক্ষণ তারা আন্দোলনে বসবেন। বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার সজল কান্তি ভৌমিক বলেন যে উনি এই বিষয়টি নিগমের ডিজিএম রাজীব কুমার রায় এবং এজিএমকে জানিয়েছেন। তারাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।সংবাদ লেখা পর্যন্ত তাদের আন্দোলন চলছে তবে ডিজিএম এবং এজিএম এখন পর্যন্ত সিনিয়র ম্যানেজার এর অফিসে আসেনি তবে আসবে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ সিনিয়র ম্যানেজার সজল কান্তি ভৌমিক।
রাজ্য
মারধোরের অভিযোগ এনে ধর্নায় বসলো বিদ্যুৎ কর্মীরা
- by janatar kalam
- 2020-06-26
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this