জনতার কলম,ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি:- বৃহস্পতিবার সিপাহিজালা অভয়ারণ্যের নৌকাঘাটের জন্য ত্রিপুরা পর্যটন দফতর থেকে চারটি প্যাটেল বোট দেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে ত্রিপুরা পর্যটন দপ্তর সিপাহীজলা অভয়ারণ্য কে চারটি প্যাডেল চালিত বোট দেন বিনামূল্যে পর্যটকরা যাতে আনন্দ উপভোগ করতে পারে সেই কথা মাথায় রেখে পর্যটন দপ্তর সিপাহী জলা নৌকা ঘাটে চার আসন বিশিষ্ট চারটি প্যাটেল বোট পাঠায় এই ভোট গুলি আশাতে পর্যটকদের সুবিধা হয় যদিও বর্তমানে লকডাউন পরিস্থিতির কারণে সিপাহী জলা অভয়ারণ্য বন্ধ রাখা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে খোলা হবে সিপাহীজলা অভয়ারণ্য একটা সময়ে সিপাহী জলা প্যাটেল বোট চলার জন্য এসে ফিরে যেতে হয়েছিল দূর-দূরান্ত থেকে পর্যটকরা কারণ সীমিত সংখ্যক প্যাটেল বোট থাকায় এখন থেকে আর অতিরিক্ত মাত্রায় যুক্ত হলো সিপাহী জলা অভয়ারণ্য চারটি পেট্রোল চালিত বোট।এদিন বনদপ্তরের এক কর্মী জানান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে ফিরে যেতে হতো কিন্তু আজ থেকে নতুন চারটি বোট আসায় পর্যটকদের সুবিধা হল আগামী দিনে অতিরিক্ত মাত্রায় পর্যটক সামিল হবেন বলে বনদপ্তর এর কর্মী জানান
রাজ্য
সিপাহীজলা নৌকাঘাটের জন্য ত্রিপুরা পর্যটন দফতর থেকে আরো চারটি প্যাটেল বোট দেওয়া হলো
- by janatar kalam
- 2020-06-25
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this